বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঘুরে ফিরে আবারও পতনের বৃত্তে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | 280 বার পঠিত | প্রিন্ট

ঘুরে ফিরে আবারও পতনের বৃত্তে শেয়ারবাজার

ঘুরে ফিরে আবারও পতনের ধারায় ফিরে এসেছে দেশের শেয়ারবাজার।  সেই ধারাবাহিকতায় আজ ২৭ সেপ্টেম্বর শেয়ারবাজারের সব সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমরেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯৩ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৮৯.০৫ পয়েন্টে।ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৪২ বা ০.৫২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪১৩.২৪ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০ টির বা ১৬.২১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৬টির বা ৩৬.৭৫ শতাংশের এবং ১৭৪টির বা ৪৭.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।ডিএসইতে আজ এক হাজার ৪৯০ কোটি ০৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.০৩ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৬৩.৭৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, কমেছে ৯৪টির আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com