শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে ২৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | 170 বার পঠিত | প্রিন্ট

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে ২৫ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরা হলেন- মো. লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রো ফিসারিজ। এই কারসাজিতে টিটো তার স্ত্রী শাম্মী নেওয়াজকেও ব্যবহার করেছেন। যদি সাতরং অ্যাগ্রোর সঙ্গেও জড়িত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিও হিসাবের মাধ্যমে কারসাজি করেছেন লুতফুল গনি টিটো নিজে এবং তার সম্পৃক্ত সাতরং অ্যাগ্রো ও তার স্ত্রীর। ডিএসই ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়কালীন তদন্তে দেখতে পায়, ১ কোটি ১ লাখ টাকার রিয়েলাইজড ও ৮৭ লাখ টাকার আনরিয়েলাইজড মুনাফা করে টিটো,তার স্ত্রী ও সাতরং অ্যাগ্রো।

এভাবে মুনাফা করতে গিয়ে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে টিটো চক্রটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই)ভি) ভঙ্গ করেছে। এ বিষয়ে গত বছরের ৫ জুন কারন দর্শাতে টিটো ও সাতরং অ্যাগ্রোকে শুনানিতে তলব করা হয়।

তবে কমিশনের কাছে তাদের ব্যাখ্যা বিবেচনাযোগ্য হয়নি। এই পরিস্থিতিতে শেয়ারবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রোকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারনে কমিশন টিটোকে ১৫ লাখ টাকা ও সাতরং অ্যাগ্রোকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com