নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | 163 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮ পয়সা। অর্থাৎ, চলতি প্রান্তিকে লোকসানের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯৯ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২১ পয়সা।
Posted ১০:৪০ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.