নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | 278 বার পঠিত | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ রোববার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির শেয়ার প্রতি ৭ আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছল ৯৬ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির ইপিএস হয়েছে এক টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছল ২ টাকা ২২ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.