নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (EPU) হয়েছে ২৯ পয়সা, আর ইউনিটপ্রতি সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৯ টাকা ৬১ পয়সা।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৯ জুন, ২০২৫, অর্থাৎ ওইদিন যাঁরা ইউনিটহোল্ডার ছিলেন, তাঁরা এই লভ্যাংশ পাবেন।
প্রসঙ্গত: ক্যাপিটেক পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এটি অন্যতম পুরোনো ফান্ড। নিয়মিত ডিভিডেন্ড দিয়ে আসলেও এ বছরের আয় ও লভ্যাংশ তুলনামূলকভাবে কিছুটা কম হয়েছে বলে বাজার বিশ্লেষকদের মত।
Posted ১১:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.