নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ | 176 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে (১২-১৬ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা দেওয়া কোম্পানিগুলো হলো—ইনডেক্স এগ্রো, লংকাবাংলা ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, ফারইস্ট নিটিং, বিডি ল্যাম্প, লাভেলো আইসক্রিম এবং ডেসকো।
নিচে কোম্পানিগুলোর বিস্তারিত ডিভিডেন্ড তথ্য তুলে ধরা হলো—
🐔 ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ইনডেক্স এগ্রো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১২% ক্যাশ ও ৫% স্টক।
আগের বছর কোম্পানিটি দিয়েছিল ২৫% ক্যাশ ডিভিডেন্ড।
💰 লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড
লংকাবাংলা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
তবে কোম্পানিটি চলতি বছরে ইতিবাচক ইপিএস দেখিয়েছে।
🐄 এপেক্স ট্যানারি লিমিটেড
এপেক্স ট্যানারি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
🧵 ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ফারইস্ট নিটিং ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর কোম্পানিটি দিয়েছিল ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
💡 বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্প)
বিডি ল্যাম্প ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
🍦 লাভেলো আইসক্রিম লিমিটেড
লাভেলো আইসক্রিম ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে —এর মধ্যে ১১% ক্যাশ ও ৫% বোনাস শেয়ার।
⚡ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
ডেসকো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
তবে আগের বছরের তুলনায় লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে।
সপ্তাহজুড়ে ঘোষণায় দেখা গেছে—ইনডেক্স এগ্রো, ফারইস্ট নিটিং, বিডি ল্যাম্প ও লাভেলো আইসক্রিম বিনিয়োগকারীদের নগদ ও বোনাস ডিভিডেন্ডে পুরস্কৃত করেছে। অপরদিকে লংকাবাংলা ফাইন্যান্স, এপেক্স ট্যানারি ও ডেসকো কোনো ডিভিডেন্ড দেয়নি।
বিশ্লেষকদের মতে, এই সপ্তাহে ঘোষিত কোম্পানিগুলোর ডিভিডেন্ড চিত্র থেকে বোঝা যায়, বিনিয়োগকারীরা এখনো স্থিতিশীল আয় ও নগদ প্রবাহ থাকা কোম্পানির দিকেই ঝুঁকছেন।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.