নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | 177 বার পঠিত | প্রিন্ট
দেশের রাজস্ব প্রশাসনে নতুন মাত্রা যোগ করা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট প্রতিষ্ঠার পর মাত্র সাত মাসের মাথায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। নবগঠিত এই ইউনিট গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এখন পর্যন্ত ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকি শনাক্ত করেছে, যার পরিমাণ প্রায় ১,৮৭৪ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়। এতে বলা হয়, তদন্তের ভিত্তিতে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মোট ১১৭ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব উদ্ধার করে ২৩১টি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনবল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাত মাসের পূর্ণাঙ্গ কার্যক্রমে এই ইউনিট একটি বলিষ্ঠ ও অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার মাধ্যমে রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কার্যকর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত হচ্ছে।
ইতোমধ্যে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য পাওয়ার ভিত্তিতে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অন্তর্বর্তীকালীন জব্দ করা হয়েছে।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একদিকে করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করছে, অন্যদিকে কর ফাঁকি ও অর্থপাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে। এ ইউনিট দৃঢ়ভাবে প্রতিশ্রুত, বেনামি সম্পদ অর্জন ও যেকোনো ধরনের কর ফাঁকির বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.