সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কমিশনার মোহসিন চৌধুরীর বিরুদ্ধে শেয়ার ব্যবসার অভিযোগ ভিত্তিহীন : বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ মে ২০২৫ | 227 বার পঠিত | প্রিন্ট

কমিশনার মোহসিন চৌধুরীর বিরুদ্ধে শেয়ার ব্যবসার অভিযোগ ভিত্তিহীন : বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে কমিশন। এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি স্পষ্টভাবে জানায়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে কমিশনার মোহসিন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত ও বিভ্রান্তিকর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহসিন চৌধুরী বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদানের বহু আগে, ২০২১ সালে, ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে একটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খুলেছিলেন। তবে তিনি বিএসইসিতে যোগ দেওয়ার পর ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি।

কমিশনের দাবি, ২০২৪ সালের জুন মাসে বিএসইসিতে যোগদানের পরপরই তিনি তার বিও অ্যাকাউন্টে থাকা শেয়ার বিক্রয় ও অ্যাকাউন্টটি বন্ধের নির্দেশ দেন সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজকে। সেই অনুযায়ী অধিকাংশ শেয়ার বিক্রি করা হলেও, ফ্লোর প্রাইস কার্যকর থাকায় শুধুমাত্র বেক্সিমকো লিমিটেড-এর ২,২৩১টি শেয়ার বিক্রি সম্ভব হয়নি। বর্তমানে ওই শেয়ারগুলোর বাজারমূল্য ২,৪৫,৬৩৩ টাকা। সিডিবিএল-এর বিধি অনুযায়ী, শেয়ার অবিক্রিত থাকায় অ্যাকাউন্টটি এখনও বন্ধ হয়নি বলে সংশ্লিষ্ট ব্রোকার কর্তৃক তাকে জানানো হয়েছে।

বিএসইসি আরও জানায়, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ “জিরো ওয়ান লিমিটেড” ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জোর দিয়ে জানায়, “কমিশনার মোহসিন চৌধুরী শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত” মর্মে যেসব অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ তাকে সামাজিকভাবে হেয় করেছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার স্বার্থে সংবাদমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হচ্ছে। বিএসইসি প্রত্যাশা করে, ভবিষ্যতে বিভ্রান্তিকর ও একপেশে তথ্য এড়িয়ে সংবাদ পরিবেশন করা হবে।

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com