নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ | 295 বার পঠিত | প্রিন্ট
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও স্থগিত করা হয়েছে। আজ ১৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া ইলিজিবল ইনভেস্টররা যেন সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা না নেন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ অন্যের জমি নিজের নামে করিয়ে প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দিয়েছে। যে কারণে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ কোম্পানির আইপিও স্থগিত থাকবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামীকাল ১৬ জানুয়ারি, সোমবার থেকে ২২ জানুয়ারি, রোববার পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদনের তারিখ ছিল।
কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
শেয়ারবাজার২৪
Posted ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.