নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | 352 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্তি অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকেকোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় গত ৩১ আগস্ট এই আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে।
কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।
এশিয়া ল্যারেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪
আরও পড়ুন : ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে
আরও পড়ুন : একুশ স্টাবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
আরও পড়ুন : দুই ব্যাংকের বন্ড অনুমোদন
আরও পড়ুন : পরিচালনা পর্ষদ পুনর্গঠনের লক্ষে উত্তরা ফাইন্যান্সে স্বতন্ত্র পরিচালক মনোনয়ন
আরও পড়ুন : আমরা টেকনোলজি শ্রম আইন মানছে না
আরও পড়ুন : ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন
আরও পড়ুন : সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.