শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এমকে ফুটওয়্যারের শেয়ার বিনিয়োগকারীদের মাঝে বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ জুন ২০২৩ | 70 বার পঠিত | প্রিন্ট

এমকে ফুটওয়্যারের শেয়ার বিনিয়োগকারীদের মাঝে বরাদ্দ

এসএমই প্লাটফর্র্মে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য এমকে ফুটওয়্যারের প্রো-রাটা ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। কোম্পানিটি ডিএসই’র এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য শেয়ার বরাদ্দ দিয়েছে।

সোমবার (১৯ জুন) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে কোম্পানিটির শেয়ার বরাদ্দ প্রদান অনুষ্ঠিত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, এমকে ফুটওয়্যার পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ইস্যুয়ার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্টের কোম্পানী সচিব মোঃ রাকিব সাদী সহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র এমআইএস এন্ড ডেভেলাপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে। যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫.৩৭ গুন বেশি। প্রতি ২,০০,০০০ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীগন ৩৬১ টি শেয়ার বরাদ্ধ পায়।

উল্লেখ্য, এমকে ফুটওয়্যার পিএলসি এর সাবসক্রিপশন পিরিয়ড ছিল ১১-১৫ জুন, ২০২৩।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]