নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | 234 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস পিএলসি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা যায়, এ ঘোষণার মাধ্যমে বিনিয়োগকারীরা এ বছর উল্লেখযোগ্য রিটার্ন পাচ্ছেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৫৮ পয়সার তুলনায় দ্বিগুণেরও বেশি। এ থেকে বোঝা যায় কোম্পানির লাভজনকতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরে এটি ছিল ৩ টাকা ৬৮ পয়সা। শক্তিশালী ক্যাশ ফ্লো কোম্পানির আর্থিক স্থিতিশীলতাকে আরও মজবুত করেছে।
এছাড়া, ২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। যা কোম্পানির সম্পদভিত্তিক শক্তিমত্তার প্রমাণ বহন করে।
শেয়ারহোল্ডারদের জন্য আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে)। এজিএম-এ অংশগ্রহণের জন্য ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানি।
Posted ১১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.