রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এজিএম ও ইজিম কঠোরভাবে মনিটরিং করা হবে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | 25 বার পঠিত | প্রিন্ট

এজিএম ও ইজিম কঠোরভাবে মনিটরিং করা হবে

শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) কার্যক্রম কঠোরভাবে মনিটরিং ও তদারকি করা হবে। এজন্য একটি স্বাধীন পরিষেবা পুল গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । .

গত তিন বছর আগে ২০২১ সালের মার্চ মাসে কোভিড-১৯ মহামারীর সময়ে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলিকে ডিজিটাল বা অনলাইন অংশগ্রহণের মাধ্যমে হাইব্রিড সিস্টেম ব্যবহার করে এজিএম এবং ইজিএম পরিচালনা করার অনুমতি দিয়েছিল। কিন্তু কোম্পানিগুলোর অনেকেই সেই নির্দেশ লঙ্ঘন করেছে। কারণ কোম্পানিগুলো শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে।

এখন নিয়ন্ত্রক সংস্থাটি হাইব্রিড সিস্টেমের মাধ্যমে সাধারণ সভায় তদারকি বাড়ানোর জন্য স্বাধীন পরিষেবা প্রদানকারীদের একটি পুল গঠন করতে যাচ্ছে, যারা ডিজিটাল পরিষেবাগুলি নিশ্চিত করবে৷

এখন থেকে তালিকাভুক্ত সংস্থাগুলিকে কমিশন কর্তৃক প্রণীত তালিকা থেকে একটি স্বাধীন পরিষেবা প্রদানকারীকে নিয়োগ করতে হবে। যেটি কোম্পানির এজিএম ও ইজিএম কার্যক্রম মনিটরিং ও তদারকি করবে।

বিএসইসি ইতোমধ্যে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে স্বাধীন পরিষেবা প্রদানকারী কোম্পানির তালিকাভুক্ত করার জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। যে সব প্রতিষ্ঠান স্বাধীন পরিষেবা প্রদান করার জন্য ইতোমধ্যে কমিশনের কাছে আগ্রহ প্রকাশ (EOI) করেছে, কমিটি সেসব প্রতিষ্ঠানের তালিকা চুড়ান্ত করে কমিশনের নিকট উপস্থাপন করবে।

বিএসইসির কর্মকর্তারা বলেছেন, তালিকাভুক্ত যেসব কোম্পানিগুলি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সাধারণ সভা পরিচালনা করেছে, তাদের মধ্যে কিছু কোম্পানি বিনিয়োগকারীদের অধিকার সঠিকভাবে নিশ্চিত করেনি। যা নির্দেশাবলীর সাথে অ-সম্মতির কারণ হয়েছিল।

বিএসইসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কমিশন তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাধারণ সভা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে চায়, কারণ সাধারণ সভার সিদ্ধান্ত একটি কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

‘আগে কোনো প্যানেল না থাকায় কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি থেকে সার্ভিস প্রোভাইডার নিয়োগ করত। পরে সেগুলো এডিট করে মিটিংয়ের বিভ্রান্তিকর তথ্য প্রস্তুত করার সুযোগ ছিল।’

তিনি বলেন, যদি প্যানেলের পুল তৈরি করা হয়, তাহলে নিয়ন্ত্রক সংস্থা পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে অসম্পাদনযোগ্য ডেটা পাবে, যা সঠিক তথ্য উপস্থাপন করবে।’

এর আগে ফেব্রুয়ারি মাসে নিয়ন্ত্রক সংস্থা ডিজিটাল প্ল্যাটফর্ম পরিষেবা প্রদানের জন্য স্বাধীন পরিষেবা প্রদানকারীদের প্যানেলে তালিকাভুক্তির জন্য আগ্রহের প্রকাশের (ইওআই) নোটিশ জারি করেছিল। এর প্রেক্ষিতে প্রায় ৩৭টি আগ্রহী প্রতিষ্ঠান সাধারণ সভা পরিচালনার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সেবা দিতে কমিশনে আবেদন করেছে।

এখন ৯ সদস্যের ওই কমিটি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালনের যোগ্যতা ও সক্ষমতা যাচাই করে যোগ্য পরিষেবা প্রদানকারীদের একটি তালিকা তৈরি করবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]