নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 194 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২৫) এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে মাত্র ১৩ পয়সা। অথচ আগের বছর একই সময়ে এই আয় ছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ বছরে বছরে ইপিএস কমেছে ১ টাকা ১ পয়সা বা প্রায় ৮৯ শতাংশ।
এছাড়া দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো মাইনাস ১২ টাকা ৭১ পয়সা হয়েছে, যেখানে আগের বছর একই সময়ে এটি ছিল ৫ পয়সা। ক্যাশ ফ্লোতে এমন নেতিবাচক প্রবণতা ব্যাংকের তরলতা ব্যবস্থাপনায় বড় চাপের ইঙ্গিত দেয়।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৪ পয়সা।
Posted ৮:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.