নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ আগস্ট ২০২১ | 488 বার পঠিত | প্রিন্ট
প্রথম প্রান্তিকের (মার্চ-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (মার্চ-জুন’২১) ফান্ডটির মোট আয় হয়েছে ৮৫ লাখ ৭২ হাজার ৬৩৬ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ লাখ ৮৮ হাজার ৬৭৬ টাকা।
এতে প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ পয়সার সামান্য বেশি। আগের অর্থবছরের একই সময়েও ইউনিট প্রতি আয় ছিল ৮ পয়সার সামান্য বেশি।
৩০ জুন, ২০২১ তারিখে ফান্ডটির ক্রয় মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সা। আর বাজার মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৭৮ পয়সা।
আলোচ্য সময়ে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে নেগেটিভ ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ০৩ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১:০২ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.