বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ: সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 196 বার পঠিত | প্রিন্ট

উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ: সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে

বাংলাদেশ ব্যাংক স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি যুক্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং অংশগ্রহণকারী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।

ঋণের পরিমাণ ও শর্ত
নতুন সার্কুলার অনুযায়ী—

উদ্যোক্তারা ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি বা চলতি মূলধন ঋণ/বিনিয়োগ নিতে পারবেন।

সর্বোচ্চ সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ।

এছাড়া, ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

অর্থনীতিতে প্রভাব
বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়াতে স্টার্ট-আপ খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে। নতুন এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য অর্থায়ন প্রাপ্তি সহজ করবে এবং খাতটির টেকসই বিকাশে বড় ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com