বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উত্থান ধরে রেখে সূচকে ইতিহাস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | 489 বার পঠিত | প্রিন্ট

উত্থান ধরে রেখে সূচকে ইতিহাস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও উত্থানের ধারা ধরে রাখার পাশাপাশি সূচকেও ইতিহাস গড়েছে দেশের শেয়ারবাজার। আজ দেশের প্রধান শেয়ারজবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো ৬ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়েছে। এর আগে গতকাল সোমবার সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চে অবস্থানে পৌছেলি। এদিন সূচকটি ৬ হাজার ৪৮১.৫৬ পয়েন্ট অবস্থান করছিল। তবে আজ সূচকটি ৫৪.৩০ পয়েন্ট বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো ছয় হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকটি ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। ওই দিন সূচকটি ৬ হাজার ৩৩৬.৮৮ পয়েন্টে অবস্থান ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদনের শুরুতে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। সকাল সাড়ে ১০টা থেকে সূচকের তীর উপরের দিকে উঠতে থাকে যা বেলা সোয়া ১১টা পর্যন্ত অব্যহত ছিল। এরপর স্বাভাবিক ওঠানামায় লেনদেন চলে। যে কারণে দিনশেষে রেকর্ড পয়েন্টে সূচক ওঠে আসে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

এদিকে, আজ দিনশেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৫৪.৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসই-৩০ সূচক দশমিক ২২.৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬৬.৪৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১২.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৪.৬০ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৮টি, কমেছে ১৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ ডিএসইতে মোট ৮২ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৫২টি শেয়ার ৩ লাখ ৪৬ হাজার ৪৬৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৩৬১ টাকা ৯০ পয়সা।

এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৮৩৯ টাকা এক পয়সা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩ কোটি চার লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৯টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com