নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ জুলাই ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা।
এছাড়া, জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় (১ টাকা ৭০ পয়সা) তা অল্প পরিমাণে কম।
২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৫২ টাকা ০২ পয়সা।
Ask ChatGPT
Posted ৯:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.