শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইপিএস কমলেও শেয়ারহোল্ডারদের মোটা ডিভিডেন্ড দিল ওয়ালটন হাই-টেক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 274 বার পঠিত | প্রিন্ট

ইপিএস কমলেও শেয়ারহোল্ডারদের মোটা ডিভিডেন্ড দিল ওয়ালটন হাই-টেক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য বড় ধরনের ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারপ্রতি ১৭৫% ক্যাশ ডিভিডেন্ড (প্রতি শেয়ারে ১৭ টাকা ৫০ পয়সা) এবং ১০% স্টক ডিভিডেন্ড (প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) কোম্পানির ৪৬তম পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেকর্ড তারিখ ও এজিএম
ওয়ালটন জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যেসব শেয়ারহোল্ডার সিডিবিএলের রেকর্ডে থাকবেন তারা ঘোষিত ডিভিডেন্ডের জন্য যোগ্য হবেন।
এছাড়া ১৯তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে।

আর্থিক ফলাফল
৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী—

নেট অ্যাসেট ভ্যালু (NAV) রিভ্যালুয়েশনসহ: ১,২১,০৯৩ কোটি টাকা

নেট অ্যাসেট ভ্যালু (NAV) রিভ্যালুয়েশন ছাড়া: ৮৭,৩৩১ কোটি টাকা

শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (NAVPS) রিভ্যালুয়েশনসহ: ৩৯৯.৭৪ টাকা

শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (NAVPS) রিভ্যালুয়েশন ছাড়া: ২৮৮.২৯ টাকা

শেয়ারপ্রতি আয় (EPS): ৩৪.২২ টাকা (আগের বছর ছিল ৪৪.৭৮ টাকা)

শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS): ৫৮.২০ টাকা (আগের বছর ছিল ৫৬.৯৬ টাকা)

ডিভিডেন্ড ঘোষণার কারণ
ওয়ালটন জানিয়েছে, মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রকল্পে অর্থায়ন করার জন্যই স্টক ডিভিডেন্ড সুপারিশ করা হয়েছে। ২০২৫ সালের ২৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ প্রকল্প অনুমোদিত হয়।
তারা জানিয়েছে, স্টক ডিভিডেন্ড কেবলমাত্র রিটেইন্ড আর্নিংস থেকে সুপারিশ করা হয়েছে, কোনো রিভ্যালুয়েশন বা অবাস্তবায়িত লাভ থেকে নয়।

ইপিএস কমার কারণ
চলতি অর্থবছরে ওয়ালটনের ইপিএস কমে দাঁড়িয়েছে ৩৪.২২ টাকায়, যা আগের অর্থবছরে ছিল ৪৪.৭৮ টাকা। ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে—

বৈদেশিক মুদ্রার বিনিময় হারের প্রভাব

উচ্চ সুদের ব্যয়

কাঁচামালের মূল্য বৃদ্ধি

বিতরণ ব্যয় বৃদ্ধি

দেশীয় বাজারে চাহিদা হ্রাস

বিশেষ করে বৈদেশিক ঋণের সুদ এবং টাকার অবমূল্যায়নের কারণে আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা কোম্পানির মুনাফায় প্রভাব ফেলেছে।

AGM সংক্রান্ত নির্দেশনা
রেকর্ড ডেটে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে তারা AGM-এ অংশ নিতে পারবেন। AGM অনুষ্ঠিত হবে ডিজিটাল প্ল্যাটফর্মে এবং শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য কোম্পানির ওয়েবসাইটে (www.waltonplc.com) পাওয়া যাবে।

 

Facebook Comments Box

Posted ১১:০০ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com