বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি শেয়ারবাজারের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | 217 বার পঠিত | প্রিন্ট

ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি শেয়ারবাজারের

ধারবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। আজও শেয়ারবাজার পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বাজেট উপস্থাপনের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চার কার্যদিবস দরপতন হয়েছে শেয়ারবাজারে। এই পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২৩ পয়েন্ট হারিয়েছে। আজ সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৯ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.১৫ পয়েন্ট বা ০.৫১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৬ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৭.৬৭ পয়েন্টে এবং দুই হাজার ৩০০.৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে৮৯ টির বা ২৩.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩৬ টির বা ৬১.৭৮ শতাংশের এবং ৫৭ টির বা ১৪.৯২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৮.৮৩ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০.৯৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর। আজ সিএসইতে ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com