নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | 38 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে মৌলভিত্তিসম্পন্ন ভালো শেয়ারের ঘাটতি কাটাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ১০টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচিত এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লাভজনক ও শক্তিশালী আর্থিক ভিত্তির কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার বিষয়ে তাদের আগ্রহ, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে আলোচনা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ারনিউজকে জানান, প্রাথমিকভাবে যে ১০টি কোম্পানিকে তালিকাভুক্তির জন্য বাছাই করা হয়েছে, তার মধ্যে কয়েকটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন এবং কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান, যেখানে সরকারের আংশিক শেয়ার রয়েছে। উপদেষ্টা এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছ থেকে জানতে চান—শেয়ারবাজারে আসতে তাদের কী ধরনের সুযোগ-সুবিধা বা নীতিগত সহায়তা প্রয়োজন। দ্রুত লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে আমন্ত্রিত সরকারি কোম্পানির তালিকায় রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড।
সূত্র জানায়, এসব কোম্পানিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার বিষয়ে অনুরোধ জানানো হবে।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতার অন্যতম প্রধান কারণ হলো মৌলভিত্তিসম্পন্ন ও বড় কোম্পানির শেয়ারের অভাব। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৈশ্বিকভাবে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স করা বাজারগুলোর একটি ছিল।
চলতি ২০২৫ অর্থবছরেও ডিএসইর প্রধান সূচক প্রায় ৩৫১ পয়েন্ট বা ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে বাজার মূলধন হ্রাস পেয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
এই প্রেক্ষাপটে ইউনিলিভার কিংবা নেসলের মতো শক্তিশালী ‘ব্লু-চিপ’ কোম্পানি শেয়ারবাজারে এলে বাজারের তারল্য বাড়বে এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত দীর্ঘদিন ধরে মানসম্পন্ন আইপিওর অভাব পূরণ করতেই সরকার সরাসরি লাভজনক ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে উদ্যোগী হয়েছে।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.