নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ মার্চ ২০২৫ | 189 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানি রয়েছে। এর মধ্যে সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৪৩টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৯ কোম্পািনর, কমেছে ৯ কোম্পানির, লোকসানে ১৩ কোম্পানি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির আয়।
আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, এম.এল. ডাইং লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টাইলক্রাফট লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, হা-ওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড, দুলামিয়া কটন, আর্গন ডেনিমস লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি এবং রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।
শার্প ইন্ডাস্ট্রিজ : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ পয়সা।
এম.এল. ডাইং লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।
শাশা ডেনিমস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৮ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৯ পয়সা।
এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ০৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে ৩ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৫৫ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছিল।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে ২৪ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ৩২ পয়সা লোকসান হয়েছিল।
স্টাইলক্রাফট লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭১ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৫৮ পয়সা।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৮ পয়সা।
এনভয় টেক্সটাইলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৮৭ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা।
তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা।
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। গত অর্থবছর একই সময়ে ১ টাকা ২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২ টাকা ১ পয়সা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল।
হা-ওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ০১ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত অর্থবছর একই সময়ে ৯৫ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২ টাকা ১৮ পয়সা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ২ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।
দুলামিয়া কটন : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৬ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৪০ পয়সা।
আর্গন ডেনিমস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০২ পয়সা। আগের অর্থবছরের একই ইপিএস ছিল ৪৩ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১১ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৩ পয়সা।
স্কয়ার টেক্সটাইলস পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৮ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা।
সায়হাম কটন মিলস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩১ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ২৭ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩৯ পয়সা।
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭৩ পয়সা।
রহিম টেক্সটাইল মিলস লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে ১৩ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৫ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে ২৫ পয়সা আয় হয়েছিল।
শেয়ারবাজার২৪
Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.