নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মুনাফা প্রদান নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের জন্য শুধুমাত্র ব্যক্তি বা অ-প্রাতিষ্ঠানিক আমানতকারীরা তাঁদের জমাকৃত অর্থের বিপরীতে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যক্তি পর্যায়ে রাখা মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ওপর ব্যাংক রেট অনুযায়ী ৪ শতাংশ হারে মুনাফা প্রদান বাধ্যতামূলক। আমানতকারীদের আর্থিক চাপ লাঘব এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতেই আগের কঠোর অবস্থান থেকে সরে এসে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, গত বছর চূড়ান্ত হওয়া ‘ব্যাংক রেজ্যুলেশন স্কিম ২০২৫’-এর আওতায় দেশের পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংকটি গঠন করা হয়। গত ১ ডিসেম্বর সরকার এই ব্যাংককে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনসহ লাইসেন্স দেয়, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরাসরি সরকারি তহবিল থেকে সরবরাহ করা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের একটি চিঠিতে জানানো হয়েছিল যে, রেজোলিউশন স্কিমের সুষম বাস্তবায়নের স্বার্থে ২০২৪ ও ২০২৫ সালে আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। এমনকি আমানতের একটি অংশ কেটে রাখার বা ‘হেয়ারকাট’ পদ্ধতি চালুর বিষয়টিও বিবেচনায় ছিল। এই ঘোষণার পর মাঠপর্যায়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন শাখা অফিসে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
গ্রাহকদের ধারাবাহিক আন্দোলনের মুখে এবং শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে অনেক শাখা ব্যবস্থাপক প্রধান কার্যালয়ে চিঠি পাঠাতে শুরু করেন। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টঙ্গী ও কুমিল্লার ধোরকারা বাজার শাখা-সংক্রান্ত পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। উদ্ভূত সংকট মোকাবিলা এবং আমানতকারীদের নগদ ও সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আগের সিদ্ধান্ত বাতিল করে নতুন এই মুনাফার হার ঘোষণা করা হয়।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাংক খাতের প্রতি আস্থা কিছুটা হলেও পুনরুদ্ধার হবে। চলমান আর্থিক সংকটে আমানতকারীদের মুনাফা নিশ্চিত না হলে পুরো আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারত। এখন ৪ শতাংশ মুনাফার নিশ্চয়তা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে অন্তত কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ৭:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.