নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | 238 বার পঠিত | প্রিন্ট
গ্ন সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালকদের কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা মূলধন সংগ্রহের পরিকল্পনা আবারও ব্যর্থ হলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির পুনর্বিবেচনার আবেদন ফের প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা এক বিবৃতিতে আলিফ ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কমিশন তাদের মূলধন সংগ্রহ সংক্রান্ত পুনর্বিবেচনার আবেদন বাতিল করেছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নতুন গঠিত কমিশন ক্ষমতায় আসার পর পূর্ববর্তী বিএসইসি প্রদত্ত অনুমোদন বাতিল করে। পূর্ববর্তী কমিশন আলিফ ইন্ডাস্ট্রিজকে ২০০ কোটি টাকা সংগ্রহে অনুমোদন দিয়েছিল—যেখানে প্রতি শেয়ার ২২ টাকা দরে (১২ টাকা প্রিমিয়াম সহ) মোট ৯.০৯ কোটি শেয়ার ইস্যুর কথা ছিল। তবে নির্ধারিত সময়ে মূলধন সংগ্রহে ব্যর্থ হওয়ায় নতুন কমিশন সেই অনুমোদন বাতিল করে দেয়।
অনুমোদন বাতিল হওয়ার পর, গত বছরের অক্টোবরে কোম্পানিটি বিএসইসিতে পুনর্বিবেচনার আবেদন করে, যা এবার আনুষ্ঠানিকভাবে খারিজ করা হয়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা রূপান্তরযোগ্য বন্ড এবং ২০০ কোটি টাকা পরিচালকদের কাছ থেকে শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করতে চেয়েছিল। এই অর্থ সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে পুনরায় সচল করার উদ্দেশ্যে ছিল, যা একটি বড় ঋণ কেলেঙ্কারির পর কার্যত অচল হয়ে পড়ে।
উল্লেখ্য, ২০২১ সালে আলিফ গ্রুপ সিঅ্যান্ডএ টেক্সটাইলস অধিগ্রহণ করে, যেটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। অধিগ্রহণের সময় বিএসইসি শর্ত দেয় যে, প্রতিষ্ঠানটিকে উৎপাদনে ফিরিয়ে আনতে হবে। ২০২২ সালের আগস্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও পূর্ণমাত্রায় কার্যক্রম আর চালু করা যায়নি।
বর্তমানে দুই দফা মূলধন সংগ্রহ প্রত্যাখ্যাত হওয়ায় আলিফ ইন্ডাস্ট্রিজ সিঅ্যান্ডএ টেক্সটাইলসের সঙ্গে একীভূতকরণের পরিকল্পনা স্থগিত করেছে।
অন্যদিকে, আলিফ ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৮০ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। একই সময়ে নিট মুনাফা ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২ টাকা ২৬ পয়সা।
২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে দিয়েছে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.