নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ অক্টোবর ২০২১ | 700 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন, ২০২১ অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১২ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ০৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৩ টাকা ৩১ পয়সা। আগের বছর ছিল ১০ টাকা ৮৫ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৮:২০ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.