রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার শেয়ার লকড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ জুলাই ২০২৫ | 146 বার পঠিত | প্রিন্ট

আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার শেয়ার লকড

মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা মূল্যের ২৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এ সংক্রান্ত আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে সাত সদস্যের যৌথ টিম কাজ করছে। তদন্তের সময় গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্টরা ওই বিও হিসাব থেকে অর্থ নগদায়ন বা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এতে রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আদালতের কাছে এসব বিও হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগেও সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে একাধিক দফায় অবরুদ্ধ ও জব্দের আদেশ দিয়েছিল আদালত। চলতি বছরের ৫ মার্চ তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যাতে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে জানা যায়।

এছাড়া গত ১৭ জুন যুক্তরাজ্য সরকার তার নামে অবৈধভাবে অর্জিত অর্থপাচারের মাধ্যমে গড়া প্রায় এক হাজার ৬০ কোটি টাকার সম্পদ জব্দ করে। এরও আগে গত বছরের ১৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০১ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com