শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আজ বিকালে ৮৬ কোম্পানির বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | 241 বার পঠিত | প্রিন্ট

আজ বিকালে ৮৬ কোম্পানির বোর্ড সভা

আজ বিকালে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮৬ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলো চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর’২৩ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-আমান ফিড, আফতাব অটোমোবাইলস, ডেফোডিল কম্পিউটারস, ই-জেনারেশন, ইনটেক, ইউনাইটেড পাওয়াার, ইন্দোবাংলা ফার্মা, সিলকো ফার্মঅ, তিতাস গ্যাস, হামিদ ফেব্রিক্স, আলিফ ইন্ডাষ্ট্রিজ, আলিফ ম্যানুফেকচারিং, ডমিনেজ স্টিজ, সাফকো স্পিনিং, জেনারেশন নেক্সট, ফারইস্ট নিটিং, প্যাসেফিক ডেনিমস-পিডিএল, কেএন্ডকিউ, মোজাফফর হোসেন স্পিনিং, আরডি ফুড, পিটিএল, এনার্জিপ্যাক পাওয়ার, ফার্মা এইড, নাভানা সিএনজি, জিকিউ বলপেন, ইফাদ অটোস, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, অলটেক্স, এমএল ডাইং, অ্যাপেক্স ফুটওয়ার, আমরা নেট, আমরা টেকনোলজি, বিডিকম, আইটিসি, এটলাস বাংলাদেশ, ওয়াটা কেমিক্যাল, ডরিন পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, একমি ল্যাব, আনোয়ার গ্যালভেনাইজিং, সী পার্ল রিসোর্ট, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, জিবিবি পাওয়ার, ড্রাগন স্যুয়েটার, মুন্নু এগ্রো, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, মেঘনা সিমেন্ট, নাভানা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, জেএমআই হসপিটাল, তশরিফা ইন্ডাষ্ট্রিজ, বিডি অটোকারস, কুইনসাউথ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, এডভেন্ট ফার্মা, উসমানিয়া গ্লাস, সাবমেরিন কেবলস, এসিআই ফর্মুলেশন, এসিআই, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, ডেল্টা স্পিনার্স, এস্কয়ার নিটিং, ইউনিক হোটেল, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিমব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এমবিএলফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআরগ্লোবাল-১ মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্সওয়ান মিউচ্যুয়াল ফান্ড, ভিএএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড-১, প্রাইম ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড,ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএলফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাস্ট জনতা-১ মিউচ্যুয়াল ফান্ড এবং এফবিএফআই ফান্ড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com