নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ মার্চ ২০২২ | 477 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে একটি শোকজ নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক হারে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। ১৩ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ারবাজার২৪
Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.