নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 161 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড এর শেয়ার দরে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বৃদ্ধি এবং লেনদেনের পরিমাণ বাড়ার প্রেক্ষাপটে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ১৫ জুলাই, ২০২৫ তারিখে ডিএসই কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে।
ডিএসইর সেই অনুসন্ধানী চিঠির জবাবে স্টাইলক্রাফট কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির শেয়ার দরের অস্বাভাবিক উত্থান এবং লেনদেনের পরিমাণ বাড়ার পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ, বাজারে প্রচলিত বা সম্ভাব্য কোনো গোপন তথ্যের কারণে শেয়ার দরে এ ধরনের পরিবর্তন ঘটেনি বলে কোম্পানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ডিএসই নিয়মিতভাবে শেয়ারবাজারে অস্বাভাবিক দরের ওঠানামা ও লেনদেনের গতি লক্ষ্য করে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে থাকে, যাতে বিনিয়োগকারীরা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন এবং বাজারে স্বচ্ছতা বজায় থাকে।
উল্লেখ্য, গত কয়েক কার্যদিবসে স্টাইলক্রাফটের শেয়ার দরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে, যার ফলে বিনিয়োগকারীদের মাঝে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে ডিএসই বিষয়টি পর্যবেক্ষণ করে এবং ব্যাখ্যার অনুরোধ জানায়।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.