সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিনিয়োগকারী সংগঠনের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ জুন ২০২৫ | 197 বার পঠিত | প্রিন্ট

অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিনিয়োগকারী সংগঠনের

দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।

বুধবার (৪ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসাইন বলেন,

“শেয়ারবাজার ধ্বংসে এই দুইজন আজরাইল হয়ে এসেছেন। এদের অপসারণই হবে বিনিয়োগকারীদের জন্য ঈদের সবচেয়ে বড় উপহার।”

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রাশেদ মাকসুদ রাজনৈতিকভাবে নিরপেক্ষ সংগঠনকে সরকারের দোসর বানানোর চেষ্টা করেন, অথচ তিনি নিজেই ক্ষমতাসীন শাসনব্যবস্থার পক্ষপাতদুষ্ট।
অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানের নেতৃত্বে শেয়ারবাজার ক্রমাগতভাবে ধ্বংসের পথে এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বাজেট নিয়ে ইকবাল হোসাইন বলেন, “এই বাজেটে শেয়ারবাজারের জন্য কিছুই রাখা হয়নি—এ যেন অশ্বডিম্ব। বাজেট ঘোষণার পরপরই বাজারে ব্যাপক ধস দেখা দিয়েছে। অথচ বিএসইসি, ডিএসই ও সিএসই বাজারবান্ধব বাজেট বলে প্রচার চালাচ্ছে, যা আমাদের কাছে নিছক দালালি।”

নেতৃত্ব সংকটই মূল সমস্যা: ইনভেস্টর অ্যাসোসিয়েশন

সংগঠনের পক্ষ থেকে বলা হয়,

“পুঁজিবাজারের সংকট অর্থনৈতিক নয়, বরং নেতৃত্ব ও নীতির ব্যর্থতার ফল। আস্থা ফিরলে অর্থের ঘাটতি থাকবে না।”

সংগঠনের প্রস্তাবনা

সংবাদ সম্মেলনে শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে সংগঠনটি:

ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পুনঃপ্রতিষ্ঠা

৫০ শতাংশের বেশি লোকসানে থাকা বিনিয়োগকারীদের আইসিবির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com