নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 131 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (LPS) দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৬ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ, চলতি বছরে কোম্পানিটির লোকসান আগের বছরের তুলনায় ৪ টাকা ৯ পয়সা কমেছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর ২০২৫।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.