নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ মার্চ ২০২২ | 316 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে পরিদর্শন কার্যক্রম জোরদার করতে তিনটি প্রতিষ্ঠান পরিদর্শনে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য আলাদা টিম গঠন করছে বিএস্ইসি। প্রতিষ্ঠানগুলো হলো-র্যাপিড সিকিউরিটিজ, মশিহর সিকিউরিটিজ ও বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। পরবর্তিতে আরও প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ইতোমধ্যে প্রতিষ্ঠান তিনটিতে চিঠি দিয়ে পরিদর্শনের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পরিদর্শন দলকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করাসহ সব ধরনের সহযোগিতা করতে বলা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.