নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | 214 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের প্রথম দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, কোম্পানিটি প্রথম প্রান্তিকে ঘাটতির মুখোমুখি হলেও দ্বিতীয় প্রান্তিকে সামান্য উদ্বৃত্ত অর্জন করেছে। তবে ছয় মাসের সমন্বিত হিসাব অনুযায়ী, এখনও উল্লেখযোগ্য ঘাটতি বিদ্যমান।
প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) হিসেবে দেখা যায়, রূপালী লাইফের মোট আয় থেকে দাবি ও ব্যয় বাদ দেওয়ার পর ঘাটতি দাঁড়িয়েছে ১৫০ কোটি ৫৫ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৭৪ কোটি ৬ লাখ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় ঘাটতি কিছুটা কমেছে। এ সময়ে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের ব্যালান্স দাঁড়িয়েছে ৪৭৯৭ কোটি ৪১ লাখ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭৩৬ কোটি ৪৯ লাখ টাকা। ফলে বছরে নিট বৃদ্ধি হয়েছে প্রায় ৬০ কোটি ৯১ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি ঘাটতি কাটিয়ে সামান্য উদ্বৃত্তে এসেছে। এই সময়ে রূপালী লাইফের মোট আয় থেকে দাবি ও ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ টাকা। তবে গত বছরের একই সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৮ কোটি ৪১ লাখ টাকা, অর্থাৎ তুলনামূলকভাবে উদ্বৃত্তের হার অনেক কমেছে।
প্রথমার্ধের (জানুয়ারি-জুন) সমন্বিত ফলাফলে দেখা যাচ্ছে, রূপালী লাইফের ঘাটতি দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৭ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৪৫ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ ঘাটতি কিছুটা কমেছে। ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের ব্যালান্স দাঁড়িয়েছে ৪৭৯৮ কোটি ১৩ লাখ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭৬৪ কোটি ১৯ লাখ টাকা। ফলে বছরে নিট বৃদ্ধি হয়েছে প্রায় ৩৩ কোটি ৯৪ লাখ টাকা।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.