শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রায়াত্ব ও বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | 132 বার পঠিত | প্রিন্ট

রাষ্ট্রায়াত্ব ও বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ

দেশের রাষ্ট্রায়াত্ব ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

স্টক ব্রোকারদের সংগঠনটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে এ চিঠি প্রেরণ করেছে।

মঙ্গলবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাণিজ্যিক ও অবকাঠামো খাতে আমাদের অসংখ্য লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। যদি এই সমস্ত সংস্থাগুলি বাজারে তালিকাভুক্ত হয় তবে বাজারে মানের স্টকগুলির ক্রমবর্ধমান সরবরাহ থাকবে যা চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য তৈরি করতে সহায়তা করবে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অনেক সুশাসিত, বড় বহুজাতিক কোম্পানি দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের মধ্যে কিছু শত বছরের, দেশের অবকাঠামোগত, আর্থিক ও মানবসম্পদকে একত্রিত করছে। আমরা সরকারকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলিতে থাকা তার অংশীদারিত্ব অফলোড করার জন্য অনুরোধ করছি।

চিঠিতে ডিবিএ প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, শেয়ারবাজারের বৃহৎ স্বার্থে প্রধান উপদেষ্টা আমাদের আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এর বাস্তবায়নে কার্যকার পদক্ষেপ গ্রহণ করবেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com