নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ | 231 বার পঠিত | প্রিন্ট
০৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, লাফার্জহোল সিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং আলিফ ম্যানুফ্যাকচার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ০৯ নভেম্বর ডিএসইতে কোম্পানিটির ৫৬ লাখ ১৭ হাজার ৫টি শেয়ার ৫ হাজার ৯৩ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৭ কোটি ৬২ লাখ ৪৩০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৫৯ কোটি ৬৫ লাখ ৭১০ হাজার টাকার, লাফার্জহোল সিম বাংলাদেশের ৫৯ কোটি ২২ লাখ ৮৪০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩৭ কোটি ৭৯ লাখ ৯০০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৭ কোটি ৩০ লাখ ১৩০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩০ কোটি ৭৬ লাখ ৮৪০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২৮ কোটি ৯৩ লাখ ৪৩০ হাজার টাকা, এনআরবিসি ব্যাংকের ২৫ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৩ লাখ ৬২০ হাজার টাকার, এবং আলিফ ম্যানুফ্যাকচারের ২২ কোটি ৮৪ লাখ ১৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.