নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | 271 বার পঠিত | প্রিন্ট
০৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোল সিম বাংলাদেশ, কাট্টালি টেক্সটাইল, সাইফ পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচার এবং বেক্সিমকো ফামা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ৩রা নভেম্বর ডিএসইতে কোম্পানিটির ৯১ লাখ ৩৪ হাজার ১৯৫টি শেয়ার ৪ হাজার ৫৬০ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৪৯ কোটি ১৫ লাখ ১২০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৫৪ কোটি ৩৭ লাখ ৫৯০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৪৯ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকার, বিট্রিশ আমেরিকান টোবাকোর ৪৪ কোটি ৭ লাখ ৪৮০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ কোটি ২০ লাখ ৪৭০ হাজার টাকার, লার্জহোল সিম বাংলাদেশের ৩৩ কোটি ৫২ লাখ ২৯০ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৩৩ কোটি ৩৬ লাখ ২৩০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৩২ কোটি ৬২ লাখ ৫১০ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারের ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকার এবং বেক্সিমকো ফার্মার ২১ কোটি ৮৩ লাখ ৪১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.