নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | 172 বার পঠিত | প্রিন্ট
২৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ফরচুন সুজ, লাফার্জহোল সিম বাংলাদেশ এবং সাইফ পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ২৭ অক্টোবর ডিএসইতে কোম্পানিটির ৭৮ লাখ ৬২ হাজার ৪০৪টি শেয়ার ৪ হাজার ৭২৬ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২৬ কোটি ৭৯ লাখ ৮৬০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ১০৯ কোটি ৭৪ লাখ ৪৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৯ কোটি ৬৫ লাখ ৭৩০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬৯ কোটি ৩২ লাখ ২৪০ হাজার টাকার, বিট্রিশ আমেরিকান টোবাকোর ৬৭ কোটি ৩৩ লাখ ৪৫০ হাজার টাকা, এনআরবিসি ব্যাংকের ৬১ কোটি ৮৯ লাখ ৬৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৪২ কোটি ৬৮ লাখ ৯৮০ হাজার টাকার, ফরচুন সুজের ৪০ কোটি ৬৮ লাখ ৮৮০ হাজার টাকার, লার্জহোল সিম বাংলাদেশের ৩৯ কোটি ২৫ লাখ ৮৮০ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৩৫ কোটি ৯৬ লাখ ৬২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:০১ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.