নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | 177 বার পঠিত | প্রিন্ট
২৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো-বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোল সিম বাংলাদেশ এবং বিট্রিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ২৪ অক্টোবর ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ৯৫ হাজার ৮৩৫টি শেয়ার ১২ হাজার ২২ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩১২ কোটি ১৯ লাখ ৮৩৫ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৭৯ কোটি ৩০ লাখ ৭০০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭৮ কোটি ৪৬ লাখ ৩৪০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৭২ কোটি ৮৩ লাখ ৯২০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬১ কোটি ৭৩ লাখ ৪৭০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪৩ কোটি ৩৮ লাখ ৬৫০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩৯ কোটি ৭৫ লাখ ৫৫০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩৪ কোটি ৮৩ লাখ ৫৬০ হাজার টাকার, লার্জহোল সিম বাংলাদেশের ৩৩ কোটি ৩৮ লাখ ৬৩০ হাজার টাকার এবং বিট্রিশ আমেরিকান টোবাকোর ২৩ কোটি ৮৫ লাখ ৫১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.