নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | 336 বার পঠিত | প্রিন্ট
৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ডুলামিয়া কটন, কে এন্ড কিউ, রংপুর ফাউন্ডড্রেইরি, আইসিবি ইমপ্লই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ম স্কিম, শ্যামপুর সুগারমিল এবং বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দর কমার শীর্ষে থাকা- আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ পয়সা বা ৬.৫৮ শতাংশ দর কমেছে সর্বশেষ ৭ টাকা ১০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ১৩ লাখ ৬৪ হাজার ৫৭১টি শেয়ার ২৯৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৫ লাখ ৪২ হাজার টাকা।
এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ৪ পয়সা বা ৫.০৬ শতাংশ কমে সর্বশেষ ৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ২ লাখ ২৭ হাজার ৩৪৮টি শেয়ার এক হাজার ৯০ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৬ লাখ ৭৯ হাজার টাকা।
দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- ডরিন পাওয়ারের ৪.৯৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৪৯ শতাংশ, ডুলামিয়া কটনের ৪.৩৫ শতাংশ, কে এন্ড কিউয়ের ৪.১৭ শতাংশ, রংপুর ফাউন্ডড্রেইরির ৩.৯৯ শতাংশ, আইসিবি ইমপ্লই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ম স্কিমের ৩.৭০ শতাংশ, শ্যামপুর সুগারমিলের ৩.৬৪ শতাংশ এবং বেক্সিমকোর ৩.৫১ শতাংশ দর কমেছে।
শয়ারবাজার২৪
Posted ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.