নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | 239 বার পঠিত | প্রিন্ট
৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- বেক্সিমকো, লার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার, সাহজি বাজার পাওয়ার, পাওয়ার গ্রীড, আইএফসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ৫ সেপ্টেম্বর ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ২৬ হাজার ৭৮৯টি শেয়ার ৫ হাজার ৬৫১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৮৩ কোটি ৪৩ লাখ ৭৩০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লার্জহোলসিম বাংলাদেশের ৬৬ কোটি ১৯ লাখ ৯১০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৬০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫২ কোটি ৮৭ লাখ ২৫০ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৪৪ কোটি ৯৫ লাখ ২৫০ হাজার টাকা, সাহজি বাজার পাওয়ারের ৪২ কোটি ২৮ লাখ ৯৮০ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৪২ কোটি ১৪ লাখ ৩৬০ হাজার টাকার, আইএফসি ব্যাংকের ৪০ কোটি ৫৩ লাখ ৯৩০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলের ৩৯ কোটি ২৩ লাখ ৫৯০ হাজার টাকার এবং জিপিএইচ ইস্পাতের ৩৭ কোটি ৬৪ লাখ ২২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৮:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.