নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ আগস্ট ২০২১ | 1357 বার পঠিত | প্রিন্ট
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০ পর্যন্ত নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন করে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫.৫০ শতাংশ ক্যাশ ও ৫.৫০ শতাংশ স্টকসহ মোট ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৯ সালে কোম্পানিটি ১০.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৩২ পয়সা।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী অর্থবছর শেষ হওয়ার ৯০ কর্মদিবসের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করতে হয় কোম্পানিগুলোকে। কিন্ত করোনার কারণে এবার আরও ৩০ কর্মদিবস সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে এর মধ্যেও বিশেষ কোনো কারণে ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে সময় আরও বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১০:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.