নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ আগস্ট ২০২১ | 792 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বাড়ার বা গেইনার তালিকার ৫০ শতাংশ দখল করেছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। অর্থাৎ গত সপ্তাহে গেইনার তালিকায় ১০টির মধ্যে ৫টি ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। এগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, এপোলো ইস্পাত, সিভিও পেট্রো কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং এবং অ্যাপোলো ইস্পাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গেইনার তালিকার ২ নম্বরে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৩.৮৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ৪১ টাকা ১০ পয়সায়। যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ৪৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ ৪দিনের
ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা।
গেইনার তালিকার ৩ নম্বরে ছিল এপোলো ইস্পাত। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৩.৫৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৪১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৩ টাকায়। যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ ৪ দিনের
ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে এক টাকা ৬০ পয়সা।
গেইনার তালিকার ৮ নম্বরে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.৯৩
শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ১৭ লাখ ১ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৪৫ টাকায়। যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ৪দিনের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা।
গেইনার তালিকার ৯ নম্বরে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.৬৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৯ লাখ ৫২ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ৮ টাকা ২০ পয়সায়। যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৪দিনের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে এক টাকা ৪০ পয়সা।
গেইনার তালিকার ১০ নম্বরে ছিল ডেল্টা স্পিনার্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৭ লাখ ৬২ হাজার ২৫০ টাকার। সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১২ টাকাসায়। যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ৪দিনের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা।
এদিকে, গেইনার তালিকায় ছিল ‘এ’ ক্যাটাগরির ৫ কোম্পানি। এগুলো হলো- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স সার্ভিসেস অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়ে গেইনার তালিকার শীর্ষে অবস্থান করেছে ন্যাশনাল হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৯.৭৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৫০০ টাকার।
গেইনার তালিকার ৪ নম্বরে ছিল ইসলামিক ফাইন্যান্স সার্ভিসেস অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৩.০১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১২৯ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার।
গেইনার তালিকার ৫ নম্বরে ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৫.৮৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮৪ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৭৫০ টাকার।
গেইনার তালিকার ৬ নম্বরে ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৫.২৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার।
গেইনার তালিকার ৭ নম্বরে ছিল একমি ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৫.১১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকা। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫০০ টাকার।
শেয়ারবাজার২৪
Posted ৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.