শুক্রবার ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএসইসির নজরদারিতে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, গঠিত হলো দুই সদস্যের তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির নজরদারিতে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, গঠিত হলো দুই সদস্যের তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ব্রোকারেজ হাউজ প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নং-২১৯ ও সিএসই ট্রেক নং-১৪১) সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘন রয়েছে কি না, তা যাচাই করতেই এই বিশেষ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বিএসইসি দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা আদেশে কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএসইসির যুগ্ম পরিচালক ইফতেখার জাহান এবং উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এই পরিদর্শনের আওতায় প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে পরিচালিত কার্যক্রম পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সিকিউরিটিজ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা বিশেষ গুরুত্ব দিয়ে যাচাই করা হবে।

পরিদর্শন দল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের কার্যক্রম পর্যালোচনা করবে। এর অংশ হিসেবে মানিলন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) প্রতিষ্ঠানটির গৃহীত ব্যবস্থা ও তদারকি কাঠামোর কার্যকারিতা পরীক্ষা করা হবে। মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯ অনুযায়ী ব্রোকারেজ হাউজগুলোর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সেটিও এই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

আইন ও বিধি লঙ্ঘনের বিষয়ে বর্তমান কমিশনের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে গঠিত নতুন বিএসইসি কমিশন শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে ব্রোকারেজ হাউজগুলোর ওপর নজরদারি জোরদার করেছে। প্রাইম ব্যাংক পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ২০১০ সাল থেকে শেয়ার লেনদেনের পাশাপাশি মার্জিন ঋণ সুবিধা দিয়ে আসছে।

বাজার বিশ্লেষকদের মতে, নিয়মিত এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম ব্রোকারেজ হাউজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করবে, যা দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৭:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com