নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | 5 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত ছয় মাসের (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৬ জানুয়ারি, ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হিসেবে তথ্যটি প্রকাশ করা হয়।
🔹 ছয় মাসে মুনাফায় প্রত্যাবর্তন
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) কনসোলিডেটেড ভিত্তিতে কর-পরবর্তী মুনাফা (PAT) হয়েছে ২৫ দশমিক ০৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান ছিল ২০৩ দশমিক ৫১ লাখ টাকা।
একই সময়ে কর-পূর্ব মুনাফা (PBT) দাঁড়িয়েছে ৬৭ দশমিক ০৮ লাখ টাকা, যেখানে আগের বছর একই সময়ে কর-পূর্ব লোকসান ছিল ১৫২ দশমিক ৩২ লাখ টাকা।
🔹 দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়ানো
২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। এই তিন মাসে কনসোলিডেটেড ভিত্তিতে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪১ দশমিক ৮২ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮২ দশমিক ৪৪ লাখ টাকা। একই প্রান্তিকে কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ৬১ দশমিক ৩৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ৫৬ দশমিক ৬৭ লাখ টাকা লোকসান।
🔹 ইপিএস ও ক্যাশফ্লোতে উন্নতি
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা লোকসান।
অক্টোবর–ডিসেম্বর’২৫ প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫ পয়সা লোকসান।
এছাড়া, ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ১৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাত্র ১ পয়সা।
🔹 সম্পদ ও এনএভিতে স্থিতিশীলতা
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কনসোলিডেটেড ভিত্তিতে ডেল্টা স্পিনার্সের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৭০ লাখ টাকা, যা আগের হিসাবকাল (৩০ জুন, ২০২৫) শেষে ছিল ৩৯ হাজার ৫৩৯ লাখ টাকা।
একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) (পুনর্মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ১২ টাকা ১৪ পয়সা, যেখানে ৩০ জুন, ২০২৫ তারিখে এনএভি ছিল ১২ টাকা ১২ পয়সা।
🔹 ব্যবস্থাপনার মন্তব্য
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি অপারেশনাল লোকসানে থাকলেও দ্বিতীয় প্রান্তিকে ধারাবাহিক প্রচেষ্টা ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ফলে মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে। এর ফলে পুরো ছয় মাস মিলিয়ে কোম্পানি ২৫ দশমিক ০৬ লাখ টাকা নিট অপারেশনাল মুনাফা অর্জন করেছে।
🔹 কোম্পানি তথ্য
ডেল্টা স্পিনার্স লিমিটেডের করপোরেট অফিস ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ায় অবস্থিত। কোম্পানির বিস্তারিত আর্থিক তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
Posted ১১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.