শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

নতুন তহবিল বন্ধ: রেকর্ড লোকসানের পর কঠিন সংকটে আইসিবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | 115 বার পঠিত | প্রিন্ট

নতুন তহবিল বন্ধ: রেকর্ড লোকসানের পর কঠিন সংকটে আইসিবি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আর কোনো নতুন ঋণপরিশোধ তহবিল পাবে না বলে সরকার চূড়ান্তভাবে জানিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এই কঠোর সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের লোকসান ও আর্থিক অস্থিরতায় থাকা প্রতিষ্ঠানটির পুনরুদ্ধার পথ আরও কঠিন হয়ে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসে আইসিবির সাম্প্রতিক আর্থিক বিশ্লেষণ পর্যালোচনার পর—বিশেষ করে ২০২৪–২৫ অর্থবছরে আইসিবির রেকর্ড ১২ হাজার কোটি টাকার লোকসান প্রকাশ পাওয়ার পর। গত ডিসেম্বর সরকার সংস্থাটিকে ৩ হাজার কোটি টাকা জরুরি সহায়তা দিলেও তার বেশির ভাগই ঋণ পরিশোধে ব্যয় হয়, বাকি অংশ বিনিয়োগ খাতে ব্যবহার করা হয়।

পুনরুদ্ধারের শেষ আশায় আইসিবি সরকারকে আরও ১৩ হাজার কোটি টাকার নতুন তহবিল চেয়ে অনুরোধ করেছিল, তবে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে—নতুন করে আর কোনো অর্থ ছাড় করা হবে না। বরং বাজারভিত্তিক বিনিয়োগ কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নিজেদের আয়ের পথ তৈরি করতে হবে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, “মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে—নতুন তহবিলের প্রশ্নই নেই। গতবার পাওয়া ৩ হাজার কোটি টাকায় আমরা সব ঋণদাতাকে পরিশোধ করতে পেরেছিলাম। কিন্তু এবার তহবিল না পাওয়ায় আমাদের সামনে পথ আরও কঠিন হয়ে পড়েছে।”

তিনি জানান, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি মাসে ৯০০ কোটি টাকা সুদ পরিশোধ করছে, যা আগের সময়ের তুলনায় দ্বিগুণ। শেয়ারবাজার থেকে প্রাপ্ত আয়ের ওপর নির্ভর করে এই বিশাল চাপ সামলানো এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ফলে আইসিবিকে নিজস্ব সঞ্চিত আয়, ডিভিডেন্ড এবং পুরাতন বিনিয়োগের রিটার্ন দিয়েই ঋণের দায় মেটাতে হবে। সংশ্লিষ্টদের মত—ভবিষ্যতে নতুন তহবিল পাওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।

আইসিবি কর্তৃপক্ষ মনে করে, পূর্ববর্তী বোর্ডের অব্যবস্থাপনাই এই সংকটের মূল কারণ। খারাপ কোম্পানিতে বিনিয়োগ ও অপ্রয়োজনীয় সাবসিডিয়ারির খরচ প্রতিষ্ঠানটিকে লোকসানে ঠেলে দিয়েছে। নতুন বোর্ড বলছে, এখন আর কোনো অর্থ অপব্যবহার হবে না।

তবে আইসিবির বড় সংকট হলো—সরকারের কাছ থেকে কম সুদের বিপুল ঋণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া উচ্চ সুদের দায়। এসব ঋণের সুদ পরিশোধেই প্রতিষ্ঠানটির বড় অঙ্কের অর্থ খরচ হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন তহবিল না পাওয়া আইসিবির জন্য সংকট আরও বাড়িয়ে তুলবে। তাদের মতে, এখন আইসিবিকে বাজারমুখী বিনিয়োগ, ব্যয় কমানো এবং সাবসিডিয়ারিগুলোর পুনর্গঠনের মাধ্যমে টিকে থাকার পথ খুঁজতে হবে।

আইসিবির এমডি বলেন, “আমরা আমাদের সক্ষমতা দিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করবো। সরকার আমাদের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত আসবে।”

 

Facebook Comments Box

Posted ৯:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com