বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে ছয় কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 114 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে ছয় কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ার আগামী ১১ নভেম্বর থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। এসব কোম্পানির ব্লক মার্কেট লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী নিষ্পত্তি হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে,

কোম্পানিগুলো হলো- মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড (MONNOAGML), মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MIRACLEIND), মাতিন স্পিনিং মিলস লিমিটেড (MATINSPINN), কেডিএস এক্সেসরিজ লিমিটেড (KDSALTD), আইএসএন লিমিটেড (ISNLTD) এবং ফারইস্ট নিটিং লিমিটেড (FEKDIL)—এই ছয়টি কোম্পানির শেয়ার নির্দিষ্ট সময়ের জন্য কেবল স্পট মার্কেটে লেনদেনযোগ্য থাকবে।

বিস্তারিতভাবে দেখা যায়—

মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড (MONNOAGML): কোম্পানিটির শেয়ার ১১ থেকে ১২ নভেম্বর ২০২৫ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর ২০২৫, এদিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MIRACLEIND): শেয়ার লেনদেন চলবে ১১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত, এবং ১৬ নভেম্বর ২০২৫ তারিখে রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকবে।

মাতিন স্পিনিং মিলস লিমিটেড (MATINSPINN): কোম্পানিটির শেয়ার ১১ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখে স্পট মার্কেটে লেনদেন হবে; রেকর্ড ডেট ১৩ নভেম্বর ২০২৫।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড (KDSALTD): লেনদেন চলবে ১১ থেকে ১২ নভেম্বর ২০২৫, রেকর্ড ডেট ১৩ নভেম্বর ২০২৫।

আইএসএন লিমিটেড (ISNLTD): শেয়ার স্পট মার্কেটে লেনদেনযোগ্য থাকবে ১১ ও ১২ নভেম্বর ২০২৫; রেকর্ড তারিখ ১৩ নভেম্বর ২০২৫।

ফারইস্ট নিটিং লিমিটেড লিমিটেড (FEKDIL): শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে ১১ ও ১২ নভেম্বর ২০২৫, রেকর্ড ডেট ১৩ নভেম্বর ২০২৫।

ডিএসই জানিয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে লেনদেন করা শেয়ারগুলো স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী নিষ্পত্তি হবে এবং রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com