বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এবারও বিনিয়োগকারীদের নিরাশ করল জিলবাংলা সুগার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | 107 বার পঠিত | প্রিন্ট

এবারও বিনিয়োগকারীদের নিরাশ করল জিলবাংলা সুগার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিলবাংলা সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) ঘোষণা করেনি। প্রতিবছরের মতো এবারও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের হতাশাজনক আর্থিক ফলাফল উপহার দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ারে লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের ৭৪ টাকা ৩৯ পয়সা লোকসান থেকে আরও বেড়েছে। অর্থাৎ কোম্পানির ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরে কোম্পানির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো আরও নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে মাইনাস ১৩৫ টাকা ৯৫ পয়সা, যেখানে আগের বছর এই মান ছিল মাইনাস ৬২ টাকা ৮২ পয়সা। এটি কোম্পানির নগদ প্রবাহ ব্যবস্থাপনায় গভীর সংকটের ইঙ্গিত দেয়।

অর্থবছরের শেষে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট দায় (Net Liability per Share) বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ টাকা ১৯ পয়সা, যা কোম্পানির আর্থিক অবস্থার অবনতি স্পষ্টভাবে তুলে ধরে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায়। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর ২০২৫।

 

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com