নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | 100 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, প্রান্তিকভিত্তিক আয় কিছুটা কমলেও নয় মাসে কোম্পানির সার্বিক মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৩৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। অর্থাৎ প্রান্তিকভিত্তিক আয় কিছুটা কমেছে।
তবে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ, নয় মাসে কোম্পানিটি সামগ্রিকভাবে মুনাফা বৃদ্ধির ধারায় রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৯ পয়সা, যা বীমা খাতে স্থিতিশীল আর্থিক ভিত্তির প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।
বীমা খাতের বাজার বিশ্লেষকদের মতে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নয় মাসের ইপিএস বৃদ্ধির পেছনে প্রিমিয়াম আয়ের ধারাবাহিকতা ও খরচ নিয়ন্ত্রণ নীতির ভূমিকা রয়েছে। তবে তৃতীয় প্রান্তিকে ইপিএস সামান্য কমে যাওয়ায় বিনিয়োগকারীরা আগামী প্রান্তিকের পারফরম্যান্সে নজর রাখবেন।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.