বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে পেনশন ফান্ডকে শেয়ারবাজারে আনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | 132 বার পঠিত | প্রিন্ট

ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে পেনশন ফান্ডকে শেয়ারবাজারে আনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের পেনশন ফান্ডকে শেয়ারবাজারে বিনিয়োগের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই যুগান্তকারী প্রস্তাবনা দেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই।

অর্থ উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, বড় ধরনের উন্নয়ন প্রকল্প ও নতুন অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির ভাগাভাগি (Risk Sharing) এখন সময়ের দাবি। এর অন্যতম উপায় হলো বন্ড ও ইকুইটিতে বিনিয়োগ। কিন্তু বাংলাদেশের প্রচলিত ব্যবস্থায় অতিরিক্তভাবে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা দেখা যায়। এই একমুখী নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্যই তিনি সরকারি পেনশন ফান্ডকে শেয়ারবাজারে আনার প্রস্তাব দেন।

তবে ঝুঁকির দিকটি বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, পেনশন ফান্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি তহবিল—এটি কোনো বেসরকারি ফান্ড নয়। ফলে এই অর্থ বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের চূড়ান্ত জিম্মাদার হতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, যে সম্পদ বা প্রকল্পে পেনশন ফান্ড ব্যবহার করা হবে, তা অবশ্যই সঠিকভাবে সিকিউরিটাইজড (Securitized) হতে হবে। যদি অসতর্কভাবে বিনিয়োগের কারণে অর্থ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামনে কেবল ‘দুঃখিত’ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাই সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর নিয়মকানুনের মধ্য দিয়েই এই বিনিয়োগ পরিচালনা করা উচিত।

 

 

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com