বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | 213 বার পঠিত | প্রিন্ট

সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতের অভিযোগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মো. এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ভূমি ক্রয়, বিশ্ববিদ্যালয় তহবিল ব্যবহার এবং অতিরিক্ত সুবিধা গ্রহণসহ নানা অনিয়মের অনুসন্ধান শুরু হয়েছে।

দুদকের তদন্ত টিম
দুদক সূত্রে জানা গেছে, এম এ কাসেমের সম্ভাব্য দুর্নীতি ও অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এর নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক আজিজুল হক। তাঁর সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও সহকারী পরিচালক আল-আমিন।

অভিযোগের বিবরণ
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬.৮৮ শতাংশ জমি কেনার সময় ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা আত্মসাৎ করা হয়েছে। কম মূল্যের জমিকে বেশি দামে দেখানো, ডেভেলপার কোম্পানি থেকে কমিশন নেওয়া এবং ছাত্রদের টিউশন ফি ব্যবহার করে বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৪০৮ কোটি টাকা নিজের মালিকানাধীন সাউথইস্ট ব্যাংকে এফডিআর করার ঘটনাও অনিয়ম হিসেবে ধরা হয়েছে।

ভূমি কেলেঙ্কারি ও গাড়ি ক্রয়
অভিযোগ অনুযায়ী, এম এ কাসেম নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ২৫০ বিঘা জমি কিনে প্রায় ৪২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ২০১৪ সালে আশালয় হাউজিং অ্যান্ড ডেভলপারস লিমিটেড থেকে ৮০ কোটি টাকার জমি ৫০০ কোটি টাকা দেখিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের টিউশন ফি থেকে ট্রাস্টি বোর্ডের ৯ সদস্যের জন্য ৮টি রেঞ্জ রোভার ও একটি মার্সিডিজ গাড়ি কেনা হয়েছে। শুধু গাড়িই নয়, এর চালক, রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচও বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বহন করা হয়েছে।

অতিরিক্ত কমিটি ও সিটিং অ্যালাউন্স
অভিযোগে আরও বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অমান্য করে ২৫টি অতিরিক্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করার পাশাপাশি অতিরিক্ত সিটিং অ্যালাউন্স নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট অর্থের ৪৩ শতাংশেরও বেশি টাকা সাউথইস্ট ব্যাংকে রাখা হয়েছিল।

এ বিষয়ে এম এ কাসেমের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com